Advertise With Us
For Questions, Enquiries, Click Here
Facebook - Twitter - Call Us - ayfafoundation@gmail.com

কম্পিউটার প্রশিক্ষণ।

বাংলাদেশের যে কয়েকটি সুপরিচিত ও সুনামধন্য সমাজসেবা মূলক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে - আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা)। প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠাকাল থেকে এই পর্যন্ত বেশ সুনামের সাথে তার সকল কার্যক্রম পরিচালনা করে আসতেছে। শুরু থেকেই প্রতিষ্ঠানটির সেবা প্রদানের মধ্যে থাকা “কম্পিউটার প্রশিক্ষণ” এর কার্যক্রমটি এখন পর্যন্ত চলমান রয়েছে। বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে সরকারি অথবা বেসরকারি যেকোন চাকুরি ক্ষেত্রে এখন কম্পিউটার জানার প্রয়োজন পড়ে। তাই এই বিষয়টি আমরা মাথায় রেখে মূলত “কম্পিউটার প্রশিক্ষণ” কার্যক্রমটি চালু করেছি। যাতে করে আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি ভালো করে কম্পিউটার ব্যবহার করা শিখতে পারেন। আমাদের এখানে কম্পিউটার এর উপর কী কী বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় তা আমরা নিচের ছবিগুলো লক্ষ্য করলে বুঝতে পারবো। যেমন নিচে আমরা দেখতে পাচ্ছি “মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্স”, “গ্রাফিক্স ডিজাইন কোর্স”“হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং কোর্স।”

Microsoft Office Program Course
মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্স

Graphics Design Course
গ্রাফিক্স ডিজাইন কোর্স

Hardware & Networking
হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং কোর্স

উপরোল্লিখিত “মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্স”“গ্রাফিক্স ডিজাইন কোর্স” ও “হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং কোর্স” বিষয়ের উপর আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। প্রত্যেকটি কোর্সের বিষয়ে বিস্তারিত জানার জন্য কোর্স অনুযায়ী উপরের ছবিগুলোতে ক্লিক করুন। তাহলেই প্রতিটি কোর্সের বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন।