Advertise With Us
For Questions, Enquiries, Click Here
Facebook - Twitter - Call Us - ayfafoundation@gmail.com

সম্প্রতি শেষ হওয়া এসএসসি ও দাখিল-২০২৩ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলিতেছে।

বর্তমান যুগ ডিজিটাল যুগ, এই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য সকলেরই এখন কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা জরুরি। তাই সম্প্রতি শেষ হওয়া এসএসসি ও দাখিল-২০২৩ইং পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত যে অবসর সময়টুকু রয়েছে। এই সময়টুকু কাজে লাগিয়ে কম্পিউটারের উপর দক্ষতা অর্জন করার এখনি সুযোগ। আর এই সুযোগটিকে আরও সহজ করে দিয়েছে ফরিদগঞ্জের একমাত্র সমাজসেবামূলক প্রতিষ্ঠান "আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা)"। প্রতিষ্ঠানটিতে একদম স্বল্প খরচে, নিরিবিলি ও মনোরম পরিবেশে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা কম্পিউটার বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। তাই আর দেরি না করে এখনি চলে আসুন " আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা)"তে আপনার অবসর সময়টুকুকে কাজে লাগান এবং নিজেকে দক্ষ করে তুলুন।

কম্পিউটার বিষয়ক কোর্স সমূহ:

আমাদের এখানে কম্পিউটার বিষয়ের মধ্যে রয়েছে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ক কোর্স।

মাইক্রোসফট অফিস প্রোগ্রাম (Microsoft Office Program) কোর্স:

মাইক্রোসফট অফিস প্রোগ্রামে আমরা মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word), মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) এবং মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট (Microsoft PowerPoint) সফটওয়্যারের উপর প্রশিক্ষণ প্রদান করে থাকি। বাংলা এবং ইংরেজি ভাষার উপর টাইপিং এবং মাদ্রাসা পড়ুয়াদের ক্ষেত্রে আরবি টাইপিং শিখিয়ে থাকি। এছাড়াও পাশাপাশি কম্পিউটারের বেসিক বিষয়, ইন্টারনেট ব্রাউজিং ও ফটোশপের বেসিক বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করে থাকি।

গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) কোর্স:

গ্রাফিক্স ডিজাইন কোর্সে আমরা অ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop) এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator) সফটওয়্যারের উপর প্রশিক্ষণ প্রদান করে থাকি। বাংলা এবং ইংরেজি ভাষার উপর টাইপিং এবং মাদ্রাসা পড়ুয়াদের ক্ষেত্রে আরবি টাইপিং শিখিয়ে থাকি। এছাড়াও পাশাপাশি কম্পিউটারের বেসিক বিষয়, ইন্টারনেট ব্রাউজিং উপরও প্রশিক্ষণ প্রদান করে থাকি।

ফ্রিল্যান্সিং (Freelancing) কোর্স:

ফ্রিল্যান্সিং কোর্সে আমরা ডাটা এন্ট্রি, সিপিএ মার্কেটিং ও কন্টেন্ট রাইটিং সহ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকি। এছাড়াও পাশাপাশি কম্পিউটারের বেসিক বিষয়, ইন্টারনেট ব্রাউজিং ও ফটোশপের বেসিক বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করে থাকি।

কোর্সের ধরণ:

প্রতিটি কোর্সের ক্ষেত্রে আমাদের দুইটি ধরণ বা ভাগ রয়েছে বেসিক এবং অ্যাডভান্স।

কোর্সের সময়কাল:

বেসিক কোর্সের সময়কাল ০৩ (তিন) মাস এবং অ্যাডভান্স কোর্সের সময়কাল ০৬ (ছয়) মাস।

সুবিধা সমূহ:

প্রতিটি কোর্সের ক্ষেত্রে শিক্ষার্থীদের আমরা বিভিন্ন ধরণের সুযোগসুবিধা দিয়ে থাকি। যাতে করে একজন শিক্ষার্থী ভালোভাবে কোর্স সম্পন্ন করতে পারে। সুবিধা গুলি হলো......

  • প্রতিজন শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা কম্পিউটারের ব্যবস্থা।
  • শিক্ষার্থীর ইচ্ছানুযায়ী এককভাবে এবং ব্যাচ পদ্ধতিতে ক্লাস করানো হয়।
  • প্রতিদিন ০১ (এক) ঘণ্টা করে সময় প্রদান করা হয়।
  • কোর্সের উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের গাইডলাইন শিট প্রদান করা হয়।
  • কম্পিউটারের যন্ত্রাংশ অর্থাৎ হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা দেওয়া হয়।
  • শিক্ষার্থীর সুবিধা অনুযায়ী ক্লাসের সময় নির্ধারণ করা হয়।
  • সফলভাবে কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেট বা সনদ প্রদান করা হয়।
  • বাংলাদেশ সরকার অনুমোদিত সার্টিফিকেট বা সনদ প্রদান করা হয়।
  • অনলাইনে সার্টিফিকেট ভেরিফাই করার সুবিধা।
  • কোর্স সম্পন্ন করার পরও যেকোনো সময় চাইলে ফ্রিতে অনুশীলন করার সুযোগ।

কোর্স ফি:

  • মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ২,০০০/- (দুই হাজার টাকা (বেসরকারি সার্টিফিকেট)
  • মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ২,৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা (সরকারি সার্টিফিকেট)

ডিজিটাল যোগাযোগ মাধ্যম:

আপনি চাইলে আমাদের সাথে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আমাদের ফেসবুক পেজ - www.facebook.com/AmbiaYounusFoundation

আমাদের ইউটিউব চ্যানেল - www.youtube.com/@AmbiaYounusFoundation

ডিজিটাল এই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কোর্স সম্পর্কিত ও আমাদের প্রতিষ্ঠান সম্পর্কিত সকল ধরণের তথ্য জানতে পারবেন।

অফিস ঠিকানা:

প্রাণী সম্পদ অধিদপ্তর এর বিপরীত পাশে, তুলাতলী জামে মসজিদের পেছনে, ফরিদগঞ্জ ও চাঁদপুর।

মোবাইল নম্বর:

যেকোনো প্রয়োজনে সরাসরি এই ০১৮৫৮-৬০২৮৯৮ নম্বরে যোগাযোগ করুন।