Advertise With Us
For Questions, Enquiries, Click Here
Facebook - Twitter - Call Us - ayfafoundation@gmail.com

সার্টিফিকেট অনলাইনে ভেরিফাই বা যাচাই করার পদ্ধতি।

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) থেকে কম্পিউটার কোর্সে সাফল্যের সাথে প্রশিক্ষণ গ্রহণ করার পর একটি সার্টিফিকেট বা সনদপত্র প্রদান করা হয়ে থাকে। উক্ত সার্টিফিকেটটি চাইলে আমরা এখন থেকে অনলাইনে অর্থাৎ আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) এর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে ভেরিফাই বা যাচাই করে নিতে পারি। আর তা কিভাবে করা যায় তাই দেখবো আমার আমাদের আজকের এই টপিকে।

সার্টিফিকেট ভেরিফাই বা যাচাই করার পদ্ধতিঃ

সার্টিফিকেটটি ভেরিফাই বা যাচাই করার জন্য আপনাকে প্রথমে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) এর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে যে সার্টিফিকেট বা সনদ প্রদান করা হয়েছে সেটি হাতে নিতে হবে। সার্টিফিকেটটি দেখতে ঠিক নিচের ছবির মতো হবে।

সার্টিফিকেটটি হাতে নেওয়ার পর এইবার আপনার কাজ হচ্ছে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) এর এই ওয়েবসাইটে অর্থাৎ এই https://ayfabd.blogspot.com/ লিংকে ভিজিট বা প্রবেশ করতে হবে।

সাইটে ভিজিট বা প্রবেশ করার পর ঠিক উপরের স্ক্রিনশটের মতো আসবে। এখানে সাইটটির ডানদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন Certificate Verify নামক একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করুন। অথবা সরাসরি এই https://ayfabd.blogspot.com/p/certificate-verification.html লিংকে ভিজিট বা প্রবেশ করুন।

তারপর দেখুন উপরের স্ক্রিনশটের মতো এসেছে। এখানে যে খালি বক্সটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করুন এবং এখানে সার্টিফিকেটে থাকা Student ID No লিখুন।

আর দেখুন ঠিক উপরের স্ক্রিনশটের মতো আপনার কাঙ্খিত ফলাফলটি এসে গেছে। আর এইভাবে আপনি সহজেই আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) থেকে কম্পিউটার প্রশিক্ষণের উপর প্রদত্ত সার্টিফিকেট বা সনদটি ভেরিফাই অথবা যাচাই করে নিতে পারেন।

অনলাইনে সার্টিফিকেট ভেরিফাই করার পদ্ধতি চালু করার মূল কারণঃ

বিশেষ করে কোনো চাকুরিপ্রার্থী যদি কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরির ইন্টারভিউ বোর্ডে অথবা চাকুরি করার উদ্দেশ্যে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) এর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রদত্ত কম্পিউটার কোর্সের সার্টিফিকেট শো বা উপস্থাপন করে, তাহলে সেটি আসলে সঠিক কিনা তা যাতে করে যে কেউ অর্থাৎ উক্ত চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠান যাচাই করে নিতে পারে সেই প্রয়াসে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) এর কর্তৃপক্ষ এই পদ্ধতি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এছাড়াও চাইলে যেকোনো শিক্ষার্থী তার সার্টিফিকেটটি অনলাইনে যাচাই করে নিতে পারবেন।

‘‘বিঃ দ্রঃ অনলাইনে সার্টিফিকেট যাচাই করতে গিয়ে যদি মিসিং দেখানো হয় তাহলে আমাদের তৎক্ষনাৎ অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আমরা যত দ্রুত সম্ভব উক্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব।”