বর্তমান যুগ ডিজিটাল যুগ। যার পরিপ্রেক্ষিতে সকল কার্যক্রমে এখন কম্পিউটার জানা আবশ্যক। যা আমরা সবসময়ই বলে থাকি। বর্তমান যুগের সাথে যদি আপনি তাল মিলিয়ে চলতে চান তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটার এর বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো যারা এখনও কম্পিউটারের কোনো বিষয়ের উপর কোনো ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেননি, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব প্রশিক্ষণ গ্রহণ করে নিন। এখন আজকের টপিকের মূল কথায় আসি। যেটা হয়তো শিরোনাম দেখেই অনেকে বুঝে গিয়েছেন।
ধরুন আপনি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম অ্যাপ্লিকেশন এর উপর প্রশিক্ষণ নিয়েছেন, হোক সেটা কোনো প্রতিষ্ঠান থেকে অথবা কোনো অনলাইন প্লাটফর্ম থেকে। কিন্তু এখন পর্যন্ত উক্ত কোর্সের বা প্রশিক্ষণের উপর আপনার কোনো ধরনের সরকারি বা বেসরকারি সার্টিফিকেট বা সনদ নেই। যার কারণে আপনি কোনো প্রতিষ্ঠানে চাকুরি করতে গিয়ে আপনি যে কম্পিউটার বিষয়ের উপর দক্ষ তার প্রমাণপত্র তুলে ধরতে পারেন না। পারবেন কি করে যেহেতু আপনার কোনো সার্টিফিকেট বা সনদ নেই।
এখন এইরকম পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার জন্যই মূলত আমার আজকের এই টপিক। আপনি যদি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের উপর একটি সরকারি সার্টিফিকেট বা সনদ পেতে চান কোনো রকম প্রশিক্ষণ গ্রহণ করা ছাড়া। যেহেতু আপনি আগেই থেকেই উক্ত বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাহলে আমরা আপনাকে সে সুযোগ দিচ্ছি।
আমাদের কাছ থেকে আপনি ০৩/০৬ মাস মেয়াদী “মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন” এর উপর সরকারি সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। তবে এর পূর্বে আপনাকে কিছু ধাপ অতিক্রম করতে হবে। ধাপগুলো দেখতে নিচের দিকে লক্ষ্য করুন।
সরকারি সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা এবং করণীয়ঃ
- “মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন” এর উপর অভিজ্ঞ হতে হবে বা আগে থেকে কাজ জানা থাকতে হবে।
- সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা সনদের ০১ কপি ফটোকপি।
- পাসপোর্ট সাইজের রঙ্গিন ০১ কপি ছবি।
- জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ০১ কপি ফটোকপি।
- নিচের দেওয়া রেজিস্ট্রেশন লিংকে রেজিস্ট্রেশন করতে হবে। অথবা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে হবে। (অফিসের ঠিকানা নিচে দেওয়া হলো।)
- আগামী ১৫ই মার্চ ২০২৩ইং তারিখ রেজিস্ট্রেশন করার শেষ তারিখ।
রেজিস্ট্রেশন বা আবেদন করার লিংকঃ
রেজিস্ট্রেশন লিংক - https://forms.gle/auaKV1FBDmh2kuKM8 (এই লিংকে আবেদন করার পর আমরা আপনার সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করব।)
রেজিস্ট্রেশন বা আবেদন ফিঃ
রেজিস্ট্রেশন বা আবেদন ফি =১,৩০০/- (এক হাজার তিনশত টাকা)। তবে দরিদ্র ও মেধাবীদের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে। অর্থাৎ ফি কিছুটা কমিয়ে রাখা হবে।
রেজিস্ট্রেশনের মেয়াদকালঃ
রেজিস্ট্রেশনের মেয়াদকাল আগামী ১৫ই মার্চ ২০২৩ইং তারিখ পর্যন্ত চালু রয়েছে। তাই যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন। এছাড়াও আসন পূরণ হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
অফিসের ঠিকানাঃ
পশু হাসপাতালের বিপরীত পাশে (তুলাতুলি মসজিদের পিছনে), বাসস্ট্যান্ড, ফরিদগঞ্জ, চাঁদপুর।
যেকোনো প্রয়োজনেঃ
- মোবাইল নং - 01858602898
- ই-মেইল অ্যাড্রেস - ayfafoundation@gmail.com
- ফেসবুক - https://www.facebook.com/AmbiaYounusFoundation
- ইউটিউব - https://www.youtube.com/@AmbiaYounusFoundation