Advertise With Us
For Questions, Enquiries, Click Here
Facebook - Twitter - Call Us - ayfafoundation@gmail.com

আরবি (عربي) ভাষার উপর টাইপিং কোর্স করুন মাত্র ০৫-১০ দিনের মধ্যে।

 بسم الله الرحمن الرحيم

আমাদের সকলের কাছে পরিচিত আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি মূলত গড়ে উঠেছে সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে। সুন্দর সমাজ গঠনের জন্য শুরু থেকে এই  প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং এখন পর্যন্ত সেগুলোর কার্যক্রম পরিচালিত হয়ে আসতেছে। আর তার মধ্যে একটি হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ  কোর্স। যার মাধ্যমে আমরা সমাজের দরিদ্র পরিবারের সন্তানদের নাম মাত্র মূল্য বা ফি নিয়ে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ করে তোলার চেষ্টা করি হয়তো অনেকেরই  এই বিষয়ে ধারনা রয়েছে। আমরা এখানে অফিস প্রোগ্রাম ও গ্রাফিক্স ডিজাইন এর উপর কোর্স প্রদান করে থাকি। এই কোর্সগুলো করার সময় বিশেষ করে অফিস প্রোগ্রাম কোর্স করার সময় আমরা বাংলা এবং ইংরেজি ভাষার উপর টাইপ করা শিখিয়ে থাকি। এর পাশাপাশি এখন আমরা নতুন আরেকটি বিষয় যুক্ত করেছি সেটি হচ্ছে আরবি ভাষার উপর টাইপিং। অর্থাৎ আমরা আরবি ভাষার উপর টাইপ শেখানোর ব্যবস্থা চালু করেছি।

بسم الله الرحمن الرحيم
الحمدلله رب العلمين. الرحمن الرحيم. ملك يوم الدين. اياك نعبد واياك
نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم. غيرالمغضوب عليهم ولا الضالين.


আরবি ভাষাঃ

আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি মুসলিম বৃহৎ দেশ। যার পরিপ্রেক্ষিতে এই দেশের সংখ্যাঘরিষ্ঠ জনসংখ্যাই মুসলিম বা ইসলাম ধর্মালম্বী। আমরা জানি ইসলাম ধর্মের সাথে ভাষাগত দিক থেকে আরবি ভাষাটির সম্পৃক্ততা রয়েছে। এরফলে আমরা অনেকেই আরবি ভাষা সম্পর্কে জেনে থাকি বা আমাদের প্রয়োজন পড়ে। বিভিন্ন কাজেক্ষেত্রে এখন আমাদের মাতৃভাষার পাশাপাশি বিদেশী ভাষা হিসেবে ইংরেজি এবং আরবি ভাষার প্রয়োজন হয়।

আরবি টাইপিংঃ

কম্পিউটারের মাধ্যমে লেখালেখির জন্য মোটামুটি আমরা কমবেশি সকলেই বাংলা এবং ইংরেজি ভাষায় টাইপ করতে পারি। কিন্তু অধিকাংশই আমরা আমাদের ইচ্ছে থাকা স্বত্ত্বেও আরবিতে টাইপ করতে পারি না। এর কারণ হচ্ছে এই আরবি ভাষার টাইপিং এর উপর কোথাও তেমন কোনো কোর্স গ্রহণ করার সুযোগ বা সুবিধা না থাকার কারণে। এখন আপনার যদি আরবি ভাষার উপর টাইপিং শেখার আগ্রহ জেগে থাকে বা ইচ্ছে থাকে তাহলে আপনি চলে আসতে পারেন  আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) তে।

আরবি টাইপিং এর ফিঃ

  • মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্সের সাথে যদি উক্ত আরবি কোর্সটি গ্রহণ করতে চান তাহলে আপনাকে সর্বমোট ফি প্রদান করতে হবে ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা মাত্র।
  • আর আপনি যদি শুধুমাত্র আরবি টাইপিং কোর্সটি গ্রহণ করতে চান তাহলে শুধুমাত্র ৫০০/- (পাঁচশত) টাকা ফি প্রদান করে উক্ত কোর্সটি গ্রহণ করতে পারবেন।

আরবি টাইপিং শেখার যোগ্যতা ও অগ্রাধিকারঃ

  • আরবি হরফ বা বর্ণ সম্পর্কে ধারনা থাকতে হবে। যেমন:  ا ب ت ث ج ح ج.
  • আরবিতে পড়ার বা বানান করে পড়ার অভিজ্ঞতা থাকতে হবে। যেমন: بسم الله الرحمن الرحيم
  • মাদ্রাসা পড়ুয়াদের অগ্রাধিকার দেওয়া হবে। (যেহেতু আরবি বিষয় বা ভাষার উপর পড়ালেখা করে থাকেন।)

আরবি টাইপিং শেখার সুবিধাঃ

  • আপনি যদি আরবি ভাষায় টাইপিং করতে পারেন বা জানা থাকে তাহলে আপনি বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি আরেকটি ভাষা অর্থাৎ আরবি ভাষার টাইপিং এর উপর দক্ষতা অর্জন করতে পারবেন।
  • আপনি মাদ্রাসার মধ্যে কম্পিউটার শিক্ষক হিসেবে চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
  • আপনি আরবিতে যেকোনো ধরনের ডকুমেন্ট লিখতে পারবেন। বিশেষ করে আরবি বই এবং প্রশ্ন তৈরি করতে পারবেন।
  • আপনি যদি ম্যধ্য প্রাচ্যের (আরব দেশ) কোনো একটি দেশে কম্পিউটার বিষয়ের উপর চাকুরি করতে চান তাহলে আরবি টাইপিং জানা থাকার কারণে সহজে তা করতে পারবেন।
  • এইরকম বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করতে পারবেন শুধুমাত্র এই আরবি ভাষাটির টাইপিং শেখার মাধ্যমে।

তাহলে আর দেরি না করে আপনার আরবি ভাষার টাইপিং শেখার অনেক দিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আজই চলে আসুন আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা) তে। ঠিকানাঃ পশু হাসপাতালের বিপরীত পাশে, তুলাতলী জামে মসজিদের পেছনে, ফরিদগঞ্জ, চাঁদপুর।