বাংলাদেশের যে কয়েকটি সুপরিচিত ও সুনামধন্য সমাজসেবা মূলক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে - আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন (আইফা)। প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠাকাল থেকে এই পর্যন্ত বেশ সুনামের সাথে তার সকল কার্যক্রম পরিচালনা করে আসতেছে। শুরু থেকেই প্রতিষ্ঠানটির সেবা প্রদানের মধ্যে থাকা ফ্রি “পাঠাগার” এর কার্যক্রমটি এখন পর্যন্ত চলমান রয়েছে। এতে করে যারা সাহিত্য ও জ্ঞান চর্চা করতে পছন্দ করেন বা ভালোবাসেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ। তাই আপনাদের কথা মাথায় রেখেই মূলত আমাদের এই “পাঠাগার” এর কার্যক্রম। এখান আপনি একদম ফ্রি’তে যেকোন ধরনের সাহিত্য চর্চা করতে পারবেন। আমাদের পাঠাগারে আপনি কী কী সুযোগ-সুবিধা পাবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
প্রথমত আপনি আমাদের পাঠাগার কক্ষে প্রতিদিনের নিয়মিত জনপ্রিয় খবরের কাগজগুলো পড়তে পারবেন। এছাড়াও চাঁদপুর জেলা এবং ফরিদগঞ্জ উপজেলার দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকাগুলো পড়তে পারবেন। আর চাকুরী প্রত্যাশিদের জন্য চাকুরির পত্রিকার ব্যবস্থা রয়েছে। এতে করে আপনি সময় উপযোগী বিষয় সহ, বাংলাদেশ ও আন্তজার্তিক ঘটনা সম্পর্কে অবহিত হতে পারবেন।
কুরআন, হাদিস ও তাফসীর সহ ইসলাম সম্পর্কে এবং ইসলামিক বিধিবিধান সহ বিভিন্ন ইসলামিক বইগুলো এখানে পড়তে পারবেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর জীবনি নিয়ে বিভিন্ন লেখকের লিখিত বই পড়তে পারবেন এবং ছবি দেখতে পারবেন আমাদের পাঠাগার এর “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার” নামক সাইট থেকে।
ছাত্র-ছাত্রীদের জন্য শ্রেণি ভিত্তিক পাঠ্য বই নিয়ে পড়ালেখা করার ব্যবস্থা রয়েছে।
কবিতা, উপন্যাস, ছোট গল্প, বড় গল্প, ইতিহাস নিয়ে লিখিত জনপ্রিয় বইগুলি আপনি এখানে পড়তে পারবেন।
সুপরিচিত লেখক ও মনীষীদের উক্তি, বাণী ও জীবনি সম্পর্কে পড়তে পারবেন।
ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে আপনি আইটি সেক্টরের আইটি সেক্টর বিষয়ক বই পড়তে পারবেন।
আন্তজার্তিক বিভিন্ন জনপ্রিয় বইগুলো আপনি ইংরেজি ভাষায়ও পড়তে পারবেন।
এছাড়াও আপনি এখানে যেসব বিষয়ের বইগুলো পড়তে পারবেন তা একনজরে দেখে নেই। এখানে আপনি ইতিহাস, অর্থনীতি, পরিবেশ, রাজনীতি, সাময়িকী/ম্যাগাজিন, আল-কুরআন, আল-হাদীস, ইসলামী আন্দোলন
ইসলামী আদর্শ, মাসয়ালা-মাসায়েল, ইবাদত সংক্রান্ত, ইসলামী জীবন ব্যবস্থা, বিবিধ, মৌলিক তত্ব, ফিকাহ ও প্রাথমিক উসূলে ফিকাহ, বিভিন্ন মতবাদ, কম্পিউটার, শিক্ষা ব্যবস্থা, প্রবন্ধ, কবিতা, গল্প, উপন্যাস, শিশুতোষ, রাজনীতি, একাডেমিক, থ্রিলার, সাহিত্য, ইসলামী দর্শন, ইসলামী আইন ও সমাজ বিধান, বাংলাদেশ, ইসলাম, ইসলামের রাজনৈতিক অবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলাম ও বিজ্ঞান, বিশ্ব সাহিত্য, সমাজতন্ত্র, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের রাজনীতি, মুসলিম বিশ্ব, আন্তর্জাতিক রাজনীতি, জীবনী, মাসয়ালা-মাসায়েল, ফিকাহ, মুক্তিযুদ্ধ, বিজ্ঞান, ওয়াজ মাহফীল, তাফসীর, ইসলামের ইতিহাস, উপমহাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সিরাতে রাসূল, সাংবাদিকতা, ভ্রমণ কাহিনী, মানবাধিকার, নারী, সভ্যতা, স্বাস্থ্য ও ভূ-রাজনীতি সহ আরো অনেক ধরনের বই পড়তে পারবেন।
এছাড়াও আমাদের পাঠাগার সম্পর্কে আরো কিছু তথ্য জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এর জন্য আপনাকে Contact Us পেজে ভিজিট করতে হবে।